আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ডিসেম্বর, ২০২৪

সামরিক বাজেটে রেকর্ড বরাদ্দ রাশিয়ার

প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সামরিক খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়িয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত রোববার রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বাজেট বিবরণীতে দেখা গেছে, আগামী অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে ১৩.৫ ট্রিলিয়ন রুবল (প্রায় ১৪৫ বিলিয়ন ডলার) বরাদ্দ করা হয়েছে। গত বছরের তুলনায় যা ২৮.৩ শতাংশ বেশি।

বাজেট বিবরণী অনুযায়ী, প্রতিরক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের ৩২ শতাংশ। গত ১০ দিনে রুশ পার্লামেন্টের দুই কক্ষ, স্টেট ডুমা ও ফেডারেশন কাউন্সিল এই বাজেট অনুমোদন করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ। এক হাজার দিনের বেশি সময় ধরে চলা এই সংঘাতে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা পেলেও, রুশ সেনাবাহিনী অধিক শক্তিশালী এবং উন্নত সরঞ্জামে সজ্জিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close