আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ডিসেম্বর, ২০২৪

মেক্সিকোয় দোকানে গুলি, নিহত ৮

মেক্সিকোতে একটি স্ট্রিপ মলের বেশ কিছু দোকানে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছে বন্দুকধারীরা। গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও এল গ্র্যান্ডে শহরে স্থানীয় সময় রবিবার রাতে ওই হামলার ঘটনা ঘটেছে। ওই ব্যস্ত বাণিজ্যিক এলাকায় খাবারের দোকান, টিকিট কাউন্টারসহ বেশ কিছু দোকান রয়েছে। খবর এএফপির।

নিহতদের মধ্যে দুজন দমকলের কর্মী। এ ছাড়া রাজ্যের হেলথ

কেয়ার সিস্টেমের একজন প্যারামেডিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

তবে এখন পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধশিল্পকেন্দ্র এবং সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন হাব অবস্থিত। তবে একে মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবেও বিবেচনা করা হয়।

এর আগে গত ৪ অক্টোবর গুয়ানাজুয়াতোর সালামানকা শহরের বিভিন্ন এলাকায় ১২ জন পুলিশ কর্মকর্তার মরদেহ পাওয়া যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সান্তা রোসা দে লিমা গ্যাং এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে দ্বন্দ্ব থেকেই সেখানে সহিংসতার সূত্রপাত।

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম গত ১ অক্টোবর দায়িত্ব নেওয়ার পরেও বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে।

এর আগে গত নভেম্বরে মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর কেরেতারোর একটি বারে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়।

হামলার পর সন্দেহভাজনদের মধ্যে একজনকে আটক করা হয়। হামলায় ব্যবহৃত গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সে সময় স্থানীয়রা জানান, কেরেতারোর মতো শান্ত শহরে এ ধরনের হামলা খুবই অস্বাভাবিক।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোয় মাদকচক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সহিংসতা ক্রমশ বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটিতে মাদক ও গ্যাং-সংক্রান্ত সহিংসতায় চার লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close