আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ডিসেম্বর, ২০২৪

ফ্রান্সের অভিযোগ : ৫২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের

লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি পার হয়েছে মাত্র পাঁচ দিন। এই পাঁচ দিনে মোট ৫২ বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা। এ অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ ফ্রান্সের। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে গত বুধবার। তবে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, ইসরায়েলি বাহিনী সোমবার দক্ষিণ লেবাননের নাকোরা শহরের বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে মেশিনগান দিয়ে গুলি চালিয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলার সর্বশেষ ঘটনা এটি। তবে এ হামলায় কোনো হতাহত হয়েছে কিনা, তাৎক্ষণিক সেটি জানা যায়নি। এর আগে শনিবার এক হামলায় তিনজন লেবানিজ বেসামরিক লোক নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে মধ্যস্থতাকারী ফ্রান্স। দেশটি ইসরায়েলকে ৫২ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।

ইসরায়েলের ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ইসরায়েলি সামরিক বাহিনীকে হিজবুল্লাহর সঙ্গে ৫২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।

ফরাসি কর্মকর্তাদের অভিযোগ, চুক্তির শর্ত পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক কমিটির পরামর্শ অমান্য করেই ইসরায়েল কাজ করছে।

একজন ফরাসি কর্মকর্তা বলেন, লেবানিজরা যুদ্ধবিরতি বজায় রাখতে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে তাদের উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠা থেকে বিরত রাখতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তাদের নিজেদের প্রমাণ করার জন্য সময় দিতে হবে।

হামলার অভিযোগ অস্বীকার না করে ইসরায়েলি কর্তৃপক্ষ উল্টো বলেছে, আন্তর্জাতিক কমিটি মঙ্গলবারের আগে পুরোপুরি সক্রীয় হচ্ছে না। আর ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েই যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close