আন্তর্জাতিক ডেস্ক
ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে বন্যা, চেন্নাইয়ে নিহত ৩
বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারতের চেন্নাইয়ে তিনজনের প্রাণহানি ঘটেছে। ঝড়টি দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু এবং পুদুচেরিতে শনিবার রাতভর তাণ্ডব চালিয়েছে। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে শনিবার রাতে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফিনজাল। তামিলনাড়ু ও পুদুচেরিতে গভীর রাত পর্যন্ত তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফিনজাল আঘাত হানার আগেই ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাস বইতে থাকে। প্রবল বৃষ্টির কারণে জলাবদ্ধতায় চেন্নাই নগরীর বহু অংশ তলিয়ে গেছে। চেন্নাইয়ে বৃষ্টিজনিত ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে জলাবদ্ধতায় চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। চেন্নাইয়ে ফ্লাইট ও ট্রেন পরিষেবা সাময়িক বন্ধ হয়ে গেছে। নগরীর বেশ কয়েকটি হাসপাতাল ও হাজারো ঘরবাড়ি বন্যাকবলিত হয়ে পড়েছে।
প্রবল বর্ষণেষর কারণে পুদুচেরিতেও ডুবে গেছে অনেক নিচু এলাকা। অনেক স্কুল-কলেজ ও হাসপাতাল জলমগ্ন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের কারণে আগেই পুদুচেরির শত শত মানুষকে সরিয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে তামিলনাড়ুর উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের অভিমুখ ছিল দক্ষিণ-পশ্চিম দিকে।
তথ্যমতে, ঘূর্ণিঝড়টি রাত আড়াইটা পর্যন্ত তামিলনাড়ু ও পুদুচেরির ওপর দিয়ে ঘণ্টায় সাত কিলোমিটার গতিতে অগ্রসর হয়েছে। পরে ভোর ৫টার দিকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়। এতে কমে যায় ঝড়ের তাণ্ডব।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, রাতভর তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় ফিনজাল নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে পুদুচেরির কাছেই। ফিনজালের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
"