আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ডিসেম্বর, ২০২৪

গাজায় ইসরায়েলি হামলায় আরো ১০০ জন নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শনিবার একদিনে ত্রাণকর্মীসহ ১০০ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে নতুন একটি উদ্যোগের মধ্যেই গাজায় হামলা তীব্র করেছে ইসরায়েল। রাতভর চালাচ্ছে তুমুল বিমান হামলা। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে শনিবার একক বিমান হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এর আগে, গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের ওপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এই হামলায় খাদ্যসহায়তা দানকারী সেভ দ্য চিলড্রেন ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের চারজন কর্মী নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই দুইটি হামলাসহ গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় মোট ১০০ জন নিহত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসলায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৪৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৫ হাজার ১৪২ জন।

গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য নতুন প্রচেষ্টার অংশ হিসেবে হামাসের একটি প্রতিনিধিদল কায়রোতে গেছেন। ইসরায়েলের সেনাবাহিনী ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে গত বুধবার থেকে যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে? আর তাতেই গাজায় যুদ্ধবিরতির আশা দেখছেন বিশ্ব নেতারা।

গাজার পাশাপাশি লেবাননে গত এক বছরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ হাজার ৯৬১ জন নিহত এবং ১৬ হাজার ৫২০ জন আহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৯৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা: যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৩০ নভেম্বর) একাধিক স্থানে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে শিশু রয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মাজদাল জোউন গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় সাত বছরের শিশুসহ তিনজন আহত হয়েছেন।

মন্ত্রণালয়টি জানিয়েছে, সিডন শহরের কাছে অবস্থিত আল বিসারিয়ায় পৃথক ইসরায়েলি হামলায় আরও একজন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা সিডনে একটি হিজবুল্লাহ কেন্দ্রে হামলা চালিয়েছে। সেখানে সশস্ত্র গোষ্ঠী রকেট লঞ্চার মজুদ রয়েছে।

আইডিএফ আরও জানায়, দক্ষিণ লেবাননে তারা রকেট চালিত গ্রেনেড, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বোঝাই একটি গাড়িতে আঘাত করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তাদের কাজের অংশ হিসেবে এই হামলা করেছে বাহিনীটি।

লেবাননে বুধবার একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close