আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ডিসেম্বর, ২০২৪

আলেপ্পো বিদ্রোহীদের দখলে সংঘর্ষে নিহত বেড়ে ২৭৭

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি সেনাবাহিনীকে হটিয়ে দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেকের বেশি অঞ্চল দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এ নিয়ে গত দুদিনে সংঘর্ষে উভয়পক্ষে নিহত হয়েছে ২৭৭ জনের বেশি। খবর বিবিসির।

সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) আজ শনিবার জানিয়েছে, আলেপ্পো শহরের অর্ধেকের বেশি এলাকা এখন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুল রহমান জানান, আজ শনিবার কোনো লড়াই ও গোলাগুলি ছাড়াই সরকারি বাহিনী পিছু হটেছে। প্রেসিডেন্ট আসাদবিরোধী এইচটিএস বিদ্রোহীরা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে।

এইচটিএস সংশ্লিষ্ট একটি টেলিভিশন চ্যানেলে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীকে হটিয়ে আমাদের বাহিনী আলেপ্পো শহরে প্রবেশ শুরু করেছে। ভিডিওতে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধাদের গাড়ি শহরের ভেতরে ঢুকছে।

এর আগে গত বুধবার থেকে আলেপ্পো দখলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিদ্রোহীরা। বিদ্রোহীরা আকস্মিক হামলা চালিয়ে সরকারের অধীনে থাকা ছোট শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে থাকে এবং আলেপ্পো শহরে পৌঁছে যায়।

এইচটিএস জানিয়েছে, বুধবার থেকে গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আলোপ্পো দখলের সংঘর্ষে উভয়পক্ষে ২৭৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২৭ জন বেসামরিক লোক।

এদিকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আলেপ্পো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আলেপ্পোতে প্রবেশের সব প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট আসাদের বাহিনীর হাতে উত্তরাঞ্চলীয় শহরটি থেকে ২০১৬ সালে বিতাড়িত হওয়ার

পর এই প্রথমবার আলেপ্পোতে প্রবেশ করলো বিদ্রোহীরা।

এদিকে বিদ্রোহীদের হটাতে দামেস্ক সরকারকে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close