আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ নভেম্বর, ২০২৪

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে নতুন ৮ মামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে আটটি মামলা হয়েছে। সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রীর ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইসলামাবাদ পুলিশের পক্ষে গত বুধবার এ মামলা করা হয়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশকে আন্দোলনের রাজনীতি থেকে মুক্ত করতে এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরই পুলিশ মামলার পদক্ষেপ নেয়।

জিওনিউজের প্রতিবেদনে বলা বলা হয়, ইসলামাবাদের শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোর, তরনল, বানিগালাসহ বিভিন্ন থানায় মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। এসব মামলায় ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি এবং পিটিআইয়ের কেন্দ্রীয় নেতৃত্বের নাম রয়েছে।

এছাড়া আরও আছেন- আলী আমিন গান্দাপুর, সালমান আকরাম রাজা এবং শেখ ওয়াকাস আকরাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close