আন্তর্জাতিক ডেস্ক
জাতীয় নির্বাচনে ভোট দিলেন আইরিশরা
আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচনে গতকাল শুক্রবার ভোট দিয়েছেন আইরিশ ভোটাররা। আজ শনিবার মিলতে পারে ভোটের ফল। দেশটিতে অসংখ্য ভোটার রয়েছেন বাংলাদেশি প্রবাসী। খবর বিবিসির।
আইরিশ পার্লামেন্ট ওরিচটাসের নিন্মকক্ষ ডেইলের আসন ১৭৪টি। স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। ভোট দেওয়ার জন্য ৩.৪ মিলিয়নেরও বেশি মানুষ নিবন্ধিত। ভোটদানে নিবন্ধিতদের মধ্যে আইরিশ, ব্রিটিশ ও নাগরিকত্ব পাওয়া প্রবাসী ভোটাররা রয়েছেন।
ডেইল নিয়ন্ত্রণে নিতে কোনো দল বা জোটকে ৮৮ আসনে জিততে হবে। নির্বাচিত এমপিরা টিশতাই দালা বা টিডি নামে পরিচিত। নির্বাচিতদের একজন হবেন স্পিকার। ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফিনা ফেইল, ফাইন গেইল, সিন ফেইন ও গ্রিন পার্টি।
নির্বাচনে এবার বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬৮৫ জন প্রার্থী। তাদের মধ্যে ২৪৬ জনই নারী।
দলগুলোর মধ্যে ফিনা ফেইলের প্রার্থী ৮২ জনম ফাইন গেইলের প্রার্থী ৮০ জন, সিন ফেইনের প্রার্থী ৮২ জন, গ্রিন পার্টি ৪৩ জন, লেবার পার্টি ৩২ জন এবং সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করছেন। নির্বাচনে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা লাভের উদ্দেশ্যে অনেক বেশি প্রার্থী দেয়নি। তাই নতুন সরকার হবে জোটের, এটি অবধারিত।
আয়ারল্যান্ডের বিদায়ী সরকারও তিন দলের সমন্বয়ে জোট সরকার। ফিনা ফেইল, ফাইন গেইল ও গ্রিন পার্টিকে নিয়ে গঠিত সরকারের প্রধানমন্ত্রী এখন সিমন হ্যারিস।
চলতি বছরে এপ্রিলে মাত্র ৩৭ বছর বয়সে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কনজারভেটিভ ফাইন গেইল নেতা সিমন হ্যারিস। মাত্র কয়েক মাসের মাথায় এই জাতীয় নির্বাচন সিমনের জন্য একটি বড় পরীক্ষা।
"