আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ নভেম্বর, ২০২৪

সিউলে ১১৭ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত

রেকর্ড ভাঙা তুষারপাত দেখল দক্ষিণ কোরিয়া। ১১৭ বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে রাজধানী সিউলে। ১৯০৭ সালে দেশটিতে তুষারপাতের রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সবচেয়ে ভারি তুষারপাতের ঘটনা। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, সিউলে বুধবার অন্তত ১৬ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এর আগে ১৯৭২ সালের নভেম্বরে রেকর্ড ১২ দশমিক ৪ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল। এবারের তুষারপাত ছড়িয়ে গেছে সেই রেকর্ড।

ভারি তুষারপাতের কারণে বুধবার অচল হয়ে পড়ে জনজীবন। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, ট্রেন চলাচল, বাতিল হয় ফ্লাইট। সিউলের কাছে সড়ক দুর্ঘটনায় অন্তত একজন নিহত হওয়ারও খবর এসেছে।

সিউলের আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান ইউন কি-হান বলেন, পশ্চিমা বাতাস এবং সমুদ্রপৃষ্ঠ ও ঠাণ্ডা বাতাসের মধ্যে তাপমাত্রার লক্ষ্যণীয় তারতম্যের কারণে এমন ভারি তুষারপাত ঘটেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close