আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ নভেম্বর, ২০২৪

ইউক্রেনের আরো একটি বসতি দখলের দাবি রাশিয়ার

পূর্ব ইউক্রেনের আরো একটি বসতি দখরের দাবি করেছে রাশিয়া। এবার কুরাখোভের ডোনেস্ক অঞ্চলের কাছাকাছি নোভা ইলিঙ্কা বসতির নিয়ন্ত্রণের নিয়েছে রুশ বাহিন। বুধবার (২৭ নভেম্বর) এই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ইউক্রেনের সামরিক বাহিনী প্রতিদিনের আপডেটে নোভা ইলিঙ্কার কোনো উল্লেখ করেনি। শহরটি কুরাখোভ থেকে একটি জলাধারের বিপরীত তীরে অবস্থিত। এটি রুশ বাহিনীর ডোনেস্ক অঞ্চলের মধ্য দিয়ে স্থির অগ্রগতির একটি কেন্দ্রবিন্দু। তবে এক সপ্তাহেরও বেশি আগে ডিপ স্টেট বলেছিল নোভা ইলিঙ্কা রাশিয়ার হাতে পড়েছে। এটি সশস্ত্র বাহিনীর গতিবিধি ট্র্যাকিংয়ের একটি জনপ্রিয় ইউক্রেনীয় ব্লগ।

বিশ্লেষক ও যুদ্ধ ব্লগাররা বলছেন, রুশ বাহিনী ২০২২ সালের ফেব্রুয়ারির আক্রমণের প্রথম দিন থেকে পূর্ব ইউক্রেনে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। তারা গ্রামের পর গ্রাম দখল করে চলেছে। ডোনেস্ক অঞ্চলের উত্তরে কুরাখোভ ও পোকরোভস্ক আপাত রুশ অগ্রগতির পরবর্তী লক্ষ্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close