আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ নভেম্বর, ২০২৪

ডোনাল্ড ট্রাম্পের হবু মন্ত্রীদের বোমা হামলার হুমকি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো ক্ষমতা বুঝে না পেলেও এরই মধ্যে তিনি তার নতুন প্রশাসনে বেশ কয়েকজনকে মন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন। তবে ট্রাম্পের এই হবু মন্ত্রীরা পড়েছেন বিপদে। বেশির ভাগকেই বোমা হামলা চালিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। খবর বিবিসির।

এফবিআই নিশ্চিত করেছে, ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীত এবং তার হোয়াইট হাউস টিমের জন্য বাছাই করা বেশ কয়েকজন ব্যক্তি বোমা হামলার হুমকি পেয়েছেন। সর্বশেষ মঙ্গলবার রাতে ও বুধবার পাওয়া হুমকির ঘটনাগুলো তদন্ত করছে পুলিশ।

ট্রাম্প এরই মধ্যে তার প্রশাসনে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, আবাসন, কৃষি ও শ্রম বিভাগে মন্ত্রীসহ বেশ কিছু পদে মনোনয়ন দিয়েছেন। পাশাপাশি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদেও মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। তাদের মধ্যে বুধবার পর্যন্ত অন্তত ৯ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

কারা হুমকি দিচ্ছে বা দিয়েছে, সেটি প্রকাশে করেনি এফবিআই বা পুলিশ কেউই। তবে বেশির ভাগই ফোনে হুমকি দেওয়া হয়েছে। কয়েকজনকে হুমকির চিঠি তাদের বাড়ির মেইলবক্সে ফেলে যাওয়া হয়েছে।

ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প নিযুক্ত ব্যক্তিরা তাদের জীবনের হুমকি ও পরিবারের সদস্যরা হিংসাত্মক হামলার লক্ষ্যবস্তু হয়েছেন। মনোনীতদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারীরা দ্রুত কাজ করছে বলেও জানান লেভিট।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্প মনোনয়ন দিয়েছেন নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকে। তার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

এলিসের কার্যালয় জানিয়েছে, এলিসের সঙ্গে তার স্বামী ও তিন বছরের ছেলেকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত পিট হেগসেথ নিশ্চিত করেছেন, তাকেও হুমকি দেওয়া হয়েছে এবং লক্ষ্যবস্তু করা হয়েছে।

এক্স পোস্টে তিনি জানান, হুমকি পাওয়ার পর বুধবার সকালে একজন পুলিশ কর্মকর্তা তার বাড়ি পরিদর্শনে গেছেন। কারণ সাতটি সন্তানকে মেরে ফেলার জন্য ‘পাইপ বোমার হুমকি’ দেওয়া হয়েছে।

তবে পিট এক্স পোস্টে লিখেছেন, আমাকে হুমকি দিয়ে ভয় দেখানো যাবে না। কখনোই না। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সেবা করার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমি সেটাই করতে চাই।

আইন প্রয়োগকারী সূত্র মার্কিন মিডিয়াকে জানিয়েছে, স্বয়ং ট্রাম্পকেই নির্বাচনী প্রচারণার সময় দুইবার হত্যার চেষ্টা করা হয়েছে। দুটি হামলাতেই অল্পের জন্য বেঁচে গিয়েছেন ট্রাম্প। সর্বশেষ, চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প এবং তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ভিডিও পোস্ট করার জন্য অ্যারিজোনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রাম্প পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক হওয়ার জন্য মনোনীত করেছেন লি জেল্ডিনকে। তিনিও নিশ্চিত করেছেন, তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে এবং তার বাড়িতে ‘পাইপ বোমার হুমকি’ দেওয়া হয়েছে।

কৃষি বিভাগের নেতৃত্বের জন্য ট্রাম্পের মনোনীত ব্রুক রলিন্স জানিয়েছেন, বুধবার সকালে তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

আবাসন মন্ত্রণালয়ের জন্য ট্রাম্পের বাছাই করা স্কট টার্নার এবং শ্রম সচিবের জন্য মনোনীত লরি শ্যাভেজ-ডেরেমারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস, সিআইএর পরিচালক পদে ট্রাম্পের মনোনীত জন র‍্যাটক্লিফও হুমকি পেয়েছেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউস ফেডারেল আইন প্রয়োগকারী এবং প্রেসিডেন্ট-নির্বাচিত দলের সাথে যোগাযোগ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close