আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ নভেম্বর, ২০২৪

এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা

ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা ও সমন জারির পর এবার ভারতের সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের এই শীর্ষ ধনকুবেরের বিরুদ্ধে মামলাটি করেছেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য চুক্তি পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগে আদানি গ্রুপের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন মামলা করে। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এ মামলায় গৌতম আদানিসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন বিচার বিভাগের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close