আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৪
মাদাগাস্কার উপকূলে নৌকাডুবে ২৪ অভিবাসীর মৃত্যু
পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের উপকূলে সোমালি নাগরিকদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। দুটি নৌকায় মোট ৭০ জন যাত্রী ছিল। রবিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রচেষ্টা চলছে। শনিবার ভারত
মহাসাগরে মাদাগাস্কারের উত্তর উপকূলে ভেসে যাওয়া জাহাজগুলো দেখতে পাওয়া যায়। তাদের ইঞ্জিন বিকল হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সোমালিয়ার একজন সিনিয়র সরকারি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, জীবিত জেলেদের উদ্ধার করা হয়েছে। জীবিতরা বলছেন, তারা ফরাসি দ্বীপ মায়োটে পৌঁছানোর চেষ্টা করছিলেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন