আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ নভেম্বর, ২০২৪

রাশিয়ার ৫০ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রবিবার (২৪ নভেম্বর) ইউক্রেনীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ওরিওল এবং ব্রায়ানস্ক অঞ্চল থেকে ৭৩টি ড্রোন পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫০টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট।

বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কিয়েভসহ চেরকাসি, কিরোভোহরাদ, চেরনিহিভ, সুমি, পোলতাভা এবং জাইতোমির অঞ্চলে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তবে ১৯টি ড্রোনের অবস্থান শনাক্ত করতে পারেনি তারা। আরও চারটি ড্রোন এখনও আকাশে রয়ে গেছে।

কিয়েভের সামরিক প্রশাসক সেরহি পপকো টেলিগ্রামে জানিয়েছেন, শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে কিয়েভে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close