আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ইরানের হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছিল দেশটিতে। এবার ইসরায়েলকে পাল্টা জবাব দিতে ইরান প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানি একথা জানিয়েছেন। রবিবার ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজে লারিজানির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারেই লারিজানি একথা জানান।
গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন স্থাপনায় তিন দফা জঙ্গি বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলে ইরান প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক সপ্তাহ পর ইসরায়েল ওই হামলা চালিয়েছিল। ইসরায়েলের সেই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার আগেই করেছিল ইরান। এবার তারা সেই প্রস্তুতিই নিচ্ছে। তবে ইরান ঠিক কী প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলেননি লারিজানি।
ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর : ফিলিস্তিন ও লেবাননে তখন ইসরায়েলের বর্বর হামলা চলমান ঠিক সে সময়েই দক্ষিণ ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। প্রথমবারের মতো দেশটির আশদদ নৌঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এ ছাড়া তেল আবিবের একটি সামরিক ঘাঁটিতেও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীটি। তবে হিজবুল্লাহর হামলায় কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবসহ মধ্য এবং উত্তর ইসরায়েলের আকাশে সাইরেন বাজানো হয়। উত্তর ইসরায়েলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
একইসঙ্গে ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে- লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের মেডিকেল সংস্থা জানিয়েছে, এসব হামলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার এক দিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আরো ৬৬ জন আহত হয়েছেন।
ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত : এদিকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২২১ জনে পৌঁছেছে। এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলায় আরো অন্তত ১ লাখ ৪ হাজার ৫৬৭ জন ব্যক্তি আহত হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৫ জন নিহত এবং আরো ৯৪ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজা জুড়ে বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
"