আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০২৪

১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ ইমরান সমর্থকদের

কারাবন্দি অবস্থায়ই বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। পরিস্থিতি বেগতিক দেখে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু ইমরানের ডাকে ১৪৪ ধারা উপেক্ষা করেই গতকাল রবিবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চে করেন পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, রবিবার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা রয়েছে। এদিনই বিক্ষোভ কর্মসূচি পালন করে পিটিআই। জিও গত ১৩ নভেম্বর পাকিস্তানে কারাগারে থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন-সংক্রান্ত সংবিধানের ২৬তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে পিটিআই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close