আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০২৪

অতর্কিত হামলায় বৈরুতে ইসরায়েলে নিহত ১৫

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের জোরদার হামলার মধ্যে রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে বড় ধরনের এক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিবিসি জানায়, গত শনিবার বৈরুতের ওই এলাকার মানুষজনকে কোনও সতর্কবার্তা না দিয়েই ইসরায়েল অতর্কিতে এই হামলা চালায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে স্থানীয় অধিবাসীরা।

ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকার একটি ভবনে ঊর্ধ্বতন এক হিজবুল্লাহ নেতাকে হত্যা করতেই ভোর চারটার দিকে এ হামলা চালানো হয়। গোটা নগরী জুড়েই হামলার উত্তাপ অনুভূত হয়েছে। জনবহুল বাস্তা এলাকায় ধ্বংস হয়েছে অন্তত ৮ তলা একটি আবাসিক ভবন।

হামলায় ইসরায়েল বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে। এতে গভীর গর্ত তৈরি হয়। হামলার কয়েক ঘণ্টা পরেও বৈরুতে বিস্ফোরকের তীব্র গন্ধ পাওয়া যায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

যে স্থানে হামলা হয়েছে তার কাছেই আরেকটি ভবনে বাস করা বছর ৫৫-এর এক অধিবাসী বলেন, বিস্ফোরণ খুবই ভয়াবহ ছিল। সব জানালা আর কাচ ভেঙে আমি, আমার স্ত্রী এবং বাচ্চাদের ওপরে এসে পড়েছে। আমার বাড়ি এখন রণক্ষেত্র। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যদি একজন মানুষ এখানে লুকিয়েও থাকে... আপনার কি সেইসব ভবন ধ্বংস করা উচিত যেখানে ভেতরে লোকজন ঘুমাচ্ছে? একজন মানুষের জন্য সব মানুষকে মেরে ফেলা কি জরুরি? নাকি আমরা মানুষ নই। এটাই আমার জিজ্ঞাসা।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, শীর্ষ হিজবুল্লাহ কর্মকর্তা মোহাম্মদ হায়দারকে হত্যা করতে তারা এ হামলা চালায়। তবে হিজবুল্লাহ এমপি আমিন শেরি বলেছেন, ইসরায়েল যে ভবনে হামলা চালিয়েছে সেখানে হিজবুল্লাহর কোনও নেতা ছিলেন না। হায়দার কোথায় আছেন বা তার ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। গাজা যুদ্ধের কারণে প্রায় এক বছর ধরে চলা আন্তঃসীমান্ত শত্রুতার পর গত সেপ্টেম্বরে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালায়। এর পাল্টায় গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর হামাসের সঙ্গে সংহতি জানিয়ে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ শুরু করলে দুপক্ষে এই সংঘাত শুরু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close