আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০২৪

কপ২৯ জলবায়ু সম্মেলন

৩০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি

জলবায়ু পরিবর্তনে প্রস্তুতি নিতে এবং প্রতিরোধে সাহায্য করার জন্য উন্নয়নশীল দেশগুলোকে রেকর্ড ৩০০ বিলিয়ন ডলার (৩০ হাজার কোটি) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলো।

গত শনিবার আজারবাইজানের কপ২৯ সম্মেলনে ৩৩ ঘণ্টার বর্ধিত আলোচনা শেষে এই সম্মতিতে পৌঁছায় আলোচকরা।

এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনেড় কারণে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রতিবছর ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মতি জানিয়েছে ধনী দেশগুলো। ২০৩৫ সালের মধ্যে দেয়া হবে এই পরিমাণ অর্থ। খবর বিবিসির। জাতিসংঘের জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টিয়েল বলেন, এটি একটি কঠিন যাত্রা ছিল, তবে আমরা একটি চুক্তি করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close