আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ নভেম্বর, ২০২৪

আগাম পার্লামেন্ট নির্বাচনে ভোট দিলেন শ্রীলঙ্কানরা

নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার মাত্র সাত সপ্তাহের মাথায় নির্বাচনে ফিরলেন শ্রীলঙ্কানরা। গতকাল বৃহস্পতিবার দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচনে ভোট দেন ভোটাররা। আজ শুক্রবার ভোটের ফল মিলতে পারে। খবর বিবিসি ও আল জাজিরার।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ২০২২ সালের অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক সংকটের পর প্রথম নির্বাচনে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন মার্কসবাদী নেতা অনুরা কুমারা দিসানায়েকে। প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি।

শ্রীলঙ্কার ১৭ কোটি ১০ লাখ ভোটার বৃহস্পতিবার আগাম পার্লামেন্ট নির্বাচনে ভোট দেন। স্থানীয় সময় সকাল ৭টায় এই ভোটগ্রহণ শুরু হয়। ভোটশেষে সন্ধ্যায় গণনা শুরু হয় এবং শুক্রবার ফলাফল আশা করা হচ্ছে।

লঙ্কান পার্লামেন্টের ২২৫টি আসনের মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হচ্ছে। বাকি ২৯ আসনে ভোটের ফল অনুযায়ী নির্বাচিত দলগুলো আনুপাতিক হারে নিজেদের প্রতিনিধি মনোনীত করবে।

সরকার গঠনের জন্য কোনো দলকে ১১৩ আসনে বিজয়ী হতে হবে। আগামী পাঁচ বছরের জন্য সংসদ সদস্যরা নির্বাচিত হচ্ছেন। নির্বাচনে ৮ হাজার ৮০০ জনের বেশি প্রার্থী মাঠে রয়েছেন।

পিপলস অ্যাকশন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নির্বাহী পরিচালক রোহানা হেত্তিয়ারাচ্চি জানান, ৪৯টি রাজনৈতিক দল এবং ২৮৪টি স্বতন্ত্র দলের ৮,৮০০টিরও বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাত্র হাজার জনের মতো প্রার্থী সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন।

উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য ও জ্বালানির ঘাটতিতে ২০২২ একটি রাজনৈতিক সঙ্কট তৈরি হয় শ্রীলঙ্কায়। এতে গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়েন।

বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে, যা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের দল জনতা বিমুক্তি পেরামুনাকে জোট সরকারের দিকে ধাবিত করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close