আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ নভেম্বর, ২০২৪

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বুধবার সংগঠনটি জানায়, তারা সেখানে প্রথমবারের মতো হামলা করেছে।

তবে তেল আবিব শহরের ব্যস্ততম ওই এলাকায় হামলা কিংবা এর প্রভাব–সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। শহরে কোনো হামলার কোনো সতর্ক ধ্বনিও শোনা যায়নি।

হিজবুল্লাহর এই দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তেল আবিবে অবস্থানরত রয়টার্সের সাংবাদিক হামলার কোনো সতর্ক ধ্বনি শুনতে পাননি বলে জানিয়েছেন। তা ছাড়া সামরিক বাহিনীও এ ব্যাপারে কিছু জানায়নি।

হিজবুল্লাহ হামলার দাবি করার এক ঘণ্টা পরও এর ফলাফল সম্পর্কে আর কোনো দাবি করেনি কিংবা তথ্য দেয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close