আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৪
চীনে শরীরচর্চার সময় গাড়িচাপায় নিহত ৩৫
চীনে গাড়িচাপায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনন্ত ৪৩ জন। এ ঘটনায় গাড়িচালককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রের বাইরে এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান টুডের।
দুর্ঘটনার পর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন রাস্তায় পড়ে আছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসতে দেখা
গেছে। একটি ভিডিওতে আহত এক নারীকে বলতে শোনা
যায়, দুর্ঘটনায় তার পা ভেঙে গেছে।
তবে চীনা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন