আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ নভেম্বর, ২০২৪

মণিপুরে বন্দুকযুদ্ধে ১০ কুকি সদস্য নিহত

ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন অন্তত ১০ জন কুকি সদস্য নিহত হয়েছে। জিরিবাম জেলার একটি পুলিশ স্টেশনে দুদিক থেকে সশস্ত্র গোষ্ঠীটি হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় সিআরপিএফের এক জাওয়ান গুরুতর আহত হয়েছেন। তাকে আসামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জিরিবামে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

সূত্র জানিয়েছে, সংঘাতপূর্ণ এলাকায় এখনো অস্থিরতা বিরাজ করছে। পুলিশ স্টেশনের পাশেই একটি পুনর্বাসন কেন্দ্র থাকায় সেটিও হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুলিশ স্টেশনে হামলার পর সশস্ত্র গোষ্ঠীটি জিরিবামের বরবেকরা এলাকার একটি গ্রামে ঢুকে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close