আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ নভেম্বর, ২০২৪

আইসিসির বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাশিয়ার

রাশিয়ায় শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে ‘মিথ্যা রায়’ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অন্যতম বিচারক হায়কেল বেন মাহফৌধের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। সোমবার মস্কোর একটি আদালত এ পরোয়ানা জারি করেছে।

রুশ বার্তা সংস্থা তাস আদালতের এক মুখপাত্রের বরাতে জানায়, ওই বিচারকের নাম ইতিমধ্যে রাশিয়ার আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকাতেও নথিভুক্ত করা হয়েছে। এর অর্থ, হায়কেল যদি কখনো রাশিয়া সফরে আসেন, তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবেন তিনি। এ ছাড়া হায়কেল যদি নেদারল্যান্ডস ছেড়ে অন্য কোনো দেশে যান, তাহলেও ঝুঁকি থাকবে। কারণ যে দেশ সফরে তিনি যাবেন, সে দেশের সরকার তাকে আটক করে রাশিয়ার হাতে সোপর্দ করতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close