আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০২৪

জাপানের প্রধানমন্ত্রী পদেই থাকছেন ইশিবা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পার্লামেন্টারি ভোটে জয়ী হয়েছেন। ফলে দেশটির প্রধানমন্ত্রী হিসেবেই থাকছেন তিনি। সোমবার পার্লামেন্টারি ভোটে আইনপ্রণেতারা ইশিবার পক্ষে সমর্থন দিয়েছেন। খবর বিবিসির।

সেপ্টেম্বরে ফুমিও কিশিদার পদত্যাগের পর ৬৭ বছর বয়সি ইশিবা প্রধানমন্ত্রী পদে আসেন। গত মাসের নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারালে, নতুন চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি।

ইশিবার সামনে অপেক্ষা করছে একাধিক চ্যালেঞ্জ। দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সম্পর্কের অনিশ্চিত ভবিষ্যৎ মোকাবিলা করে টিকে থাকতে হবে তাকে। একটি সংখ্যালঘু সরকারের প্রধান হিসেবে ইশিবাকে বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে বিল ও বাজেট পাসের চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close