আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০২৪

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে সবচেয়ে বড় পদ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ফ্লোরিডা থেকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও। দলের ভেতরে একসময়ের সমালোচক রুবিওকেই পদটিতে বেছে নিতে যাচ্ছেন ট্রাম্প। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজয়ী হয়ে ফের হোয়াইট হাউসে ফিরছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতা বুঝে পাবেন আগামী জানুয়ারিতে। তবে তার আগেই নিজের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিয়ে রাখছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের যেকোনো সরকারের প্রশাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সেক্রেটারি অব স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী। আর সেই পদেই ট্রাম্প বেছে নিচ্ছেন মার্কো রুবিওকে। বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে সিনেটর রুবিওকে পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকার প্রস্তাব দেওয়া হতে পারে বলে নিশ্চিত করেছে ঘনিষ্ঠ দুটি সূত্র।

কয়েকটি মার্কিন মিডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর ৫৩ বছরের মার্কো রুবিওর সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্প ট্রানজিশন টিম। মার্কিন মিডিয়া বলছে, মনোনয়ন এখনো চূড়ান্ত করা হয়নি। কেননা, প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্প শীর্ষ কূটনৈতিক পদটি নিয়ে তার মন এখনো পরিবর্তন করতে পারেন।

কে এই মার্কো রুবিও : একসময় ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন ২০১০ সাল থেকে সিনেটর পদে আসীন মার্কো রুবিও। বর্তমানে সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান এবং বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রুবিও। কিউবান শ্রমিক পরিবারের সন্তান রুবিও ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী মিট রমনির রানিং মেট হিসেবে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন।

পরে ২০১৬ সালে রিপাবলিকান প্রার্থী পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন তরুণ নেতা মার্কো রুবিও। ওই বছরের রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে রুবিও ট্রাম্পের অন্যতম কট্টর সমালোচক হয়ে ওঠেন। তবে ট্রাম্পের উত্থানের ফলে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কিছুটা ক্ষুণ্ণ হয় রুবিওর। অবশ্য ট্রাম্প চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর তাকে সমর্থন করেছিলেন রুবিও।

ওই নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প এক সমাবেশে রুবিওকে মজা করে ‘লিটল মার্কো’ বলে সম্বোধন করেছিলেন। ধারণা করা হয়, তখন থেকেই ট্রাম্পের সুনজরে রয়েছেন রুবিও। কেননা, ট্রাম্প রিপাবলিকান প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দুজনকে প্রকাশ্যে একমঞ্চে দেখা গেছে।

মার্কো রুবিওকে মার্কিন সেক্রেটারি অব স্টেট পদে সবচেয়ে তুখোড় প্রার্থীদের একজন হিসেবে বিবেচনা করছে ট্রাম্প টিম। রুবিও চীন, ইরান, কিউবাসহ আমেরিকার শত্রুদের বিরুদ্ধে কঠোর হবেন বলে আশা করছেন ট্রাম্প।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close