আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৪
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা নিয়ে আলোচনায় ইরান
প্রতিরক্ষার বিষয় নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরান সফর করছেন সৌদি সেনাপ্রধান ফায়াদ আল-রুয়ালি। ইরনার প্রতিবেদন মতে, ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গে রোববার বৈঠক করেন সৌদি সেনাপ্রধান। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর তাদের এ বৈঠক হলো। আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এর আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে আরব দেশগুলোর সঙ্গে ইরানের আঞ্চলিক শত্রু ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন