আন্তর্জাতিক ডেস্ক

  ১২ নভেম্বর, ২০২৪

পাল্টাপাল্টি ড্রোনঝড় ইউক্রেন-রাশিয়ার

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর একে অন্যের বিরুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রবিবার রাতে। উভয় পক্ষই বেশির ভাগ আক্রমণকারী ড্রোন ধ্বংসের দাবি করেছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের অবসান ঘটাতে উভয় পক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারেন- এমন প্রত্যাশার মধ্যেই এই পাল্টাপাল্টি ড্রোন হামলা হলো। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাজধানী মস্কোসহ ছয়টি অঞ্চলে এক রাতে ৮৪টি ইউক্রেনীয় ড্রোন আটকে দিয়েছে তারা। ড্রোনের হামলার কারণে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া রবিবার রাতে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অংশে অন্তত ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে। তবে বেশির ভাগই ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে মস্কোতে এক রাতে সবচেয়ে বড় ও ব্যাপকতর হামলা বলে মন্তব্য করেছেন অঞ্চলটির গভর্নর। কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোকে লক্ষ্য করে চালানো বেশির ভাগ ড্রোন রামেনস্কয়, কোলোমনা ও ডোমোদেডোভো জেলায় ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দক্ষিণ-পশ্চিমে রামেনস্কয়য়ে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার কারণে পাঁচজন আহত হয়েছে এবং চারটি বাড়িতে আগুন লেগেছে। এই শহরের ওপর দিয়ে ৩৪টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার চালানো ইরানের তৈরি ড্রোনের মধ্যে ৬২টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। আরো ৬৭টি ড্রোনের হামলা ব্যর্থ করা হয়েছে। এ ছাড়া অন্তত ১০টি ইউক্রেনের আকাশসীমা ছেড়ে প্রতিবেশী বেলারুশ ও মলদোভার আকাশে চলে গেছে।

ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ডেটার বিশ্লেষণ অনুসারে, ২০২২ সালের ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধ শুরুর পর চলতি বছরের অক্টোবরে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের বৃহত্তম অঞ্চল দখল করার দাবি করেছে। তারই মধ্যে চলছে পাল্টাপাল্টি ড্রোন হামলা।

যদিও যুক্তরাজ্যের চিফ অব ডিফেন্স স্টাফ স্যার টনি রাদাকিন বিবিসির সানডে উইথ লরা কুয়েনসবার্গ প্রোগ্রামে বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের অক্টোবরে হতাহতের দিক থেকে রাশিয়া সবচেয়ে খারাপ মাস পার করেছে। অক্টোবরে প্রতিদিনে গড়ে প্রায় ১৫০০ জন রাশিয়ান সেনা নিহত ও আহত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close