আন্তর্জাতিক ডেস্ক
ইমরান খানের মুক্তি দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তার দল পিটিআই। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর পিটিআই কর্মীদের উদ্দেশে বলেছেন, ইমরান খানের মুক্তির দাবিতে ‘লড়ব নয় মরব’ আন্দোলনের জন্য প্রস্তুতি নিন।
গত শনিবার পেশোয়ার ইসলামাবাদ মহাসড়কের পাশে সোয়াবি শহরে এক সমাবেশে আলী আমিন কর্মীদের প্রস্তুতি নেওয়ার এ আহ্বান জানান। তিনি বলেন, ‘ইমরান খানের পক্ষ থেকে তার একটি বার্তা আপনাদের দিতে চাই। আমাদের নেতা আমাকে জানিয়েছেন, এ মাসের মধ্যেই বিক্ষোভের চূড়ান্ত নির্দেশ দেবেন তিনি। এ জন্য তিনি কর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন।
এদিকে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গহর আলী খান। এর আগে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের একদল চিকিৎসক ইমরান খানকে দেখতে আদিয়ালা কারাগারে যান।
"