আন্তর্জাতিক ডেস্ক
অসুস্থতায় ভুগে নাইজেরিয়ার সেনাপ্রধানের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সেনাপ্রধান মারা গেছেন। তার নাম লেফটেন্যান্ট জেনারেল তাওরিদ লাগবাজা। ‘অসুস্থতায় ভুগে’ ৫৬ বছর বয়সে তিনি মারা যান। তবে ঠিক কোন ধরনের অসুস্থতায় তিনি মারা গেছেন তা জানা যায়নি। বুধবার (৬ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল তাওরিদ লাগবাজা ৫৬ বছর বয়সে ‘অসুস্থতার কারণে’ মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু ঘোষণা করেছেন। গত মঙ্গলবার রাতে লাগোসে তিনি মারা যান।
প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, জেনারেল লাগবাজার মৃত্যুতে তার পরিবারের প্রতি ‘সমবেদনা’ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট টিনুবু।
মূলত সেনাপ্রধান হলেন নাইজেরিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা।
"