আন্তর্জাতিক ডেস্ক
হারিকেনের তাণ্ডবে বিদ্যুৎহীন কিউবা
ক্যারিবিয়ান দেশ কিউবায় আঘাত হেনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন রাফায়েল। স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ক্যাটাগরি-৩ এই হারিকেনটি দেশটির উপকূলে আছড়ে পড়ে। আর এতে করে বিদ্যুৎহীন হয়ে পড়েছে সমগ্র কিউবা। মূলত হারিকেন রাফায়েলের জেরে তীব্র বাতাসের কারণে এই সংকটের মুখে পড়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সোয়া চারটার দিকে রাজধানী হাভানার কাছে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় আর্টেমিসা প্রদেশে হারিকেন রাফায়েল আছড়ে পড়ে। শক্তিশালী এই ঝড়টি বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম কিউবা জুড়ে ভারী বৃষ্টিপাত ঘটায়।
ঘণ্টায় ১৮৫ বিলোমিটার (১১৫ মাইল) বেগে হারিকেন রাফায়েল কিউবায় আঘাত হানার পর ক্যারিবিয়ান এই দ্বীপটি দেশব্যাপী ব্ল্যাকআউটের শিকার হয়েছে।
"