আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ নভেম্বর, ২০২৪

ট্রাম্প প্রশাসনে যুক্ত হতে পারেন ইলন মাস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে ট্রাম্পের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

ফরচুনের এক প্রতিবেদনে বলা হয়, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন ইলন মাস্ক। ট্রাম্পের নির্বাচনে প্রচারে প্রায় ১৩০ মিলিয়ন ডলার অনুদান দেন মাস্ক। এ ছাড়া ট্রাম্পের বিভিন্ন নির্বাচনী জনসভাতেও উপস্থিত ছিলেন মাস্ক।

বুধবার নির্বাচনি ফলাফলে জয় নিশ্চিত হওয়ার পরপরই ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। এ সময় তিনি ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে অভিহিত করেন। নির্বাচনের রাতটি ট্রাম্পের সঙ্গেই উদযাপন করতে গেছে মাস্ককে। বুধবার ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে তোলা ‘বিজয়ী পরিবারের ছবি’ একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close