আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে গর্ভপাত ইস্যুতে এত বিতর্ক কেন?

গর্ভপাত সংক্রান্ত ইস্যুটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম মূল নির্ণায়ক হিসেবে উঠে এসেছে। হোয়াইট হাউসে আগামী চার বছরের জন্য কে বসবেন, তা ঠিক করতে ভোট দিয়েছেন মার্কিনিরা। একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে বুথফেরত সমীক্ষার ফলাফল।

ফলাফলে দেখা যাচ্ছে, নির্বাচনের নির্ণায়ক হিসেবে উঠে এসেছে তিনটি মূল বিষয়, যার মধ্যে অন্যতম গর্ভপাত। কিন্তু গর্ভপাত নিয়ে যুক্তরাষ্ট্রে কী সমস্যা তৈরি হয়েছে? জটিলতাই বা কী? কীভাবে তা ভোটের ফলকে প্রভাবিত করতে পারে? ২০২২ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে জটিলতা শুরু হয়েছে। অনেক প্রদেশেই নারীদের গর্ভপাতের অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অন্তত ১৩টি প্রদেশে কয়েকটি ব্যতিক্রম ছাড়া নারীদের গর্ভাবস্থার সমস্ত পর্যায়ে গর্ভপাতে নিষেধাজ্ঞা রয়েছে। আরো চারটি প্রদেশে অধিকাংশ ক্ষেত্রে ৬ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close