আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ নভেম্বর, ২০২৪

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট পদচ্যুত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টকে পদচ্যুত করেছেন, ‘আস্থার সংকট’র কারণ বলে উল্লেখ করেছেন তিনি। নেতানিয়াহু ফিলিস্তিনি ছিটমহল গাজা ও লেবাননে ইসরায়েলের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য গত মঙ্গলবার নিজের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল কাটজকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এ সিদ্ধান্তের মাধ্যমে নেতানিয়াহু সংকটকালীন একটি সময়ে জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছেন বলে তার সমালোচকরা অভিযোগ করেছেন।

গাজা ও লেবাননে চলমান যুদ্ধের পাশাপাশি ইসরায়েল ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলার জন্যও প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। ২৬ অক্টোবর ইরানে ইসরায়েলের চালানো বিমান হামলার ‘দাঁত ভাঙা’ জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছে তেহরান। এই নিয়ে শঙ্কিত হয়ে আছে ইসরায়েলিরা।

এই দুই আঞ্চলিক শক্তির এসব হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের। এ পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে টানটান উত্তেজনা চলছে।

পুলিশ জানায়, গ্যালান্টকে পদচ্যুত করার পর প্রতিবাদকারীরা ইসরায়েলের কয়েকটি মহাসড়ক আটকে দিয়ে সেখানে আগুন জ্বালিয়েছে। রয়টার্স জানায়, ইসরায়েল কাটজের স্থলে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গিডন সারের নাম ঘোষণা করেছেন নেতানিয়াহু।

গ্যালান্ট ও নেতানিয়াহু, উভয়েই ডানপন্থি লিকুদ পার্টির পার্টির সদস্য। কিন্তু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় ১৩ মাস ধরে চলা ইরসায়েলের যুদ্ধের লক্ষ্য নিয়ে কয়েক মাস ধরে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলার মধ্যে গ্যালান্টকে পদচ্যুত করার এই সিদ্ধান্ত বিস্ময় হয়ে এসেছে। নেতানিয়াহু বলেছেন, গ্যালান্ট এমন সব বিবৃতি দিয়েছেন যেগুলো ‘সরকার ও মন্ত্রিসভার সিদ্ধান্তের বিপরীত’।

এর প্রতিক্রিয়ায় গ্যালান্ট বলেছেন, ‘ইসরায়েলে রাষ্ট্রের নিরাপত্তা সবসময় আমার প্রেরণা ছিল আর আজীবন তাই থাকবে। প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে কাটজ গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে হামাস ও হিজবুল্লাহকে ধ্বংস করার প্রত্যয় জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close