আন্তর্জাতিক ডেস্ক
কমলার জন্য ভারতে বিশেষ প্রার্থনা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের আদি নিবাস ভারতের দক্ষিণাঞ্চলে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কমলার জন্য তার পূর্বপুরুষদের গ্রামের হিন্দু মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
১০০ বছরের বেশি সময় আগে ভারতের তামিলনাড়ু রাজ্যের থুলাসেন্দ্রাপুরম গ্রামে জন্ম নেন কমলার নানা পি ভি গোপালন। ওয়াশিংটন থেকে ১৩ হাজার কিলোমিটার দূরে হলেও এই গ্রামের প্রায় সব বাসিন্দা মার্কিন নির্বাচনের ফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জি মানিকান্দন নামে এক দোকানি বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তিনি (কমলা) জিতলে বিশেষ উদযাপনের ব্যবস্থা করা হয়েছে।’
গ্রামের হিন্দু মন্দিরের একটি পাথরে কমলার নাম খোদাই করা হয়েছে। এই পাথরে কমলার পাশাপাশি তার নানার নামও রয়েছে। মন্দিরের বাইরে একটি বড় ব্যানারে ‘এই ভূমির কন্যাসন্তান’ কমলাকে নির্বাচনে শুভকামনা জানানো হয়েছে। এই গ্রামে জন্ম নিলেও পরে কমলার নানা গোপালন তার পরিবারসহ চেন্নাইয়ে চলে যান। তামিলনাড়ু রাজ্যের রাজধানীতে তিনি উচ্চপদের সরকারি চাকুরে ছিলেন।
২০২০ সালেও ডেমোক্রেটিক পার্টির জয়ের জন্য প্রার্থনার আয়োজন করে সংবাদের শিরোনাম হয়েছিল এই গ্রাম। এরপর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা অভিষিক্ত হওয়ার সময় আতশবাজি পুড়িয়ে ও খাবার বিতরণ করে গ্রামবাসীরা আনন্দ উদযাপন করেন।
সিম্পসন্স কার্টুনের লিসাই এবারের কমলা : মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে দ্য সিম্পসন্সের ভক্তরা মনে করেন, দীর্ঘকাল ধরে চলমান এই অ্যানিমেটেড কমেডি বেশ কয়েক বছর আগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছে এবারের বিজয়ী সম্পর্কে।
চলতি বছরের জুলাইয়ে লিসা এবং কমলা হ্যারিসের দুটি ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন সিম্পসন্সের নির্মাতা আল জিন। তিনি লিখেছেন, ‘দ্য সিম্পসন ভবিষ্যদ্বাণী। এর অংশ হতে পেরে আমি গর্বিত।’ এর আগে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিল সিম্পসন্স কার্টুন। কারণ অনেক বছর আগেই এই শো-এর একটি ক্লিপে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। বিশ্ব জুড়ে আলোচিত এমন আরো বেশ কিছু ঘটনা সিম্পসন্সের ভবিষ্যদ্বাণীর সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যায়।
এবার সিম্পসন্সের দুই দশক আগের একটি ক্লিপের উদাহরণ টেনে সিম্পসনভক্তরা বলছেন, এবার কমলা হ্যারিসই আসন্ন নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন।
জানা যায়, ২০১৬ সালে ট্রাম্পের বিজয় সম্পর্কে সিম্পসন ভবিষ্যদ্বাণী করেছিল ২০০০ সালেই। সে বছর এই কমেডির সিজন ১১-এর ‘বার্ট টু দ্য ফিউচার’ নামে একটি পর্বে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল।
পর্বটিতে দেখানো হয়, বেগুনি রঙের স্যুট পরা লিসা নামে একটি নারী চরিত্র ট্রাম্পের নেতৃত্বে একটি ভয়ানক মেয়াদের পরে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। ওই পর্বটির একটি ভাইরাল হওয়া ক্লিপে লিসাকে বলতে শোনা যায়- ‘আপনারা জানেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বাজেটের বড় সংকট পেয়েছি।’
"