আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতি নিয়ে লেবাননে ইসরায়েলের ইঙ্গিত
আগামী ১০-১৪ দিনের মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারে ইসরায়েল। দেশটির চ্যানেল টুয়েলভকে ইসরায়েলের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে টাইমস অব ইসরায়েল।
জানা যায়, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির একটি খসড়া চূড়ান্ত করেছে। এই চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘রেজ্যুলিউশন ১৭০১’ পূর্ণ বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্পেনে বন্যাকবলিত এলাকায় রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা স্পেনে বন্যাকবলিত এলাকায় রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
এ বিষয়ে ইসরায়েল এবং মার্কিন কর্মকর্তারা মনে করছেন, অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ বর্তমানে হামাসের সঙ্গে নিজেদের যোগাযোগ ও সমর্থন করতে বিচ্ছিন্ন পর্যায়ে।
"