আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ নভেম্বর, ২০২৪

সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে বলিভিয়ায় ২ শতাধিক সেনা জিম্মি

বলিভিয় সেনাবাহিনী গত শুক্রবার বলেছে, একটি ‘অনিয়মিত সশস্ত্র গোষ্ঠী’ মধ্য বলিভিয়ার কোচাবাম্বা শহরসংলগ্ন সামরিক ঘাঁটি থেকে সামরিক সদস্যদের অপহরণের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে। বলিভিয়ার কেন্দ্রস্থলের একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে দুই শতাধিক সেনাকে জিম্মি করেছে একটি সশস্ত্র গোষ্ঠী।

সিএনএন লিখেছে, এ ঘটনায় দুই শতাধিক সেনা জিম্মি হওয়ার কথা জানিয়েছে বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের ‘যোগ’ আছে বলে বর্তমান প্রেসিডেন্ট লুইস আরসে দাবি করলেও তিনি কোনো প্রমাণ হাজির করেননি। অভিযোগের বিষয়ে মোরালেসের বক্তব্য জানতে পারেনি সিএনএন। এ ধরনের আক্রমণ যে ‘রাষ্ট্রদ্রোহ’ হিসেবে বিবেচিত হবে, সে কথা মনে করিয়ে দিয়ে সশস্ত্র বাহিনীর তরফে গোষ্ঠীটিকে ‘অবিলম্বে ও শান্তিপূর্ণভাবে’ ব্যারাক ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close