আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে বন্যা মোকাবিলায় ১০ হাজার সেনা ও পুলিশ
প্রবল বৃষ্টির কারণে স্পেনে ভয়াবহ বন্যাজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শান্তিকালে বৃহত্তম সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ভ্যালেন্সিয়া অঞ্চলের বন্যা-পরবর্তী তল্লাশি, উদ্ধার, পরিচ্ছন্নতা ও পুনর্গঠন কাজে সাহায্য করার জন্য ১০ সেনা ও পুলিশ কর্মকর্তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্পেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের প্রলয়ঙ্করী ওই আকস্মিক বন্যায় অন্তত ২১৪ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে ভ্যালেন্সিয়া অঞ্চল ভেসে যাওয়ার পাঁচ দিন পর এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বন্যাবিষয়ক দুর্যোগ কমিটির এক বৈঠকে সভাপতিত্ব করার পর সানচেজ জানিয়েছেন, ‘ভয়ানক এই দুর্যোগ’ মোকাবিলার জন্য তার সরকার সব সম্পদ কাজে লাগাচ্ছে। তবে এখনো অধিকাংশ সহায়তা গন্তব্যে পৌঁছায়নি বলে স্বীকার করেছেন তিনি। পরিস্থিতির উন্নতির জন্য তিনি ঐক্যের ডাক দিয়ে রাজনৈতিক বিবাদ ও দোষারোপের খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এই বৃষ্টি ও বন্যাকে স্পেনের সাম্প্রতিক ইতিহাসের ‘সবচেয়ে বড় দুর্যোগ’ অবহিত করে সানচেজ জানান, সংকট কাটিয়ে ওঠার প্রচেষ্টায় নিয়োজিত সেনা ও পুলিশ সদস্যদের সংখ্যা বিপুল পরিমাণ বাড়ানো হচ্ছে।
তিনি জানান, দুর্যোগ শুরু হওয়ার পর প্রথম ৪৮ ঘণ্টায় স্পেন ‘শান্তিকালীন সময়ে বৃহত্তম সেনা ও পুলিশ মোতায়েনের’ ঘটনা প্রত্যক্ষ করেছে। তারা এ পর্যন্ত ৪৮০০ উদ্ধারকাজ সম্পন্ন করেছে এবং নিজেদের বাড়িতে, রাস্তায় ও প্লাবিত শিল্পাঞ্চলে থাকা ৩০ হাজারেরও বেশি মানুষকে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। তবে বিচ্ছিন্ন হয়ে থাকা এলাকাগুলোয় অধিকাংশ সহায়তা পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে বলেও স্বীকার করেছেন।
এ কারণেই স্পেনের সরকার গতকাল সামরিক বাহিনীর জরুরি ইউনিটগুলোর আরো চার হাজার সদস্যকে ভ্যালেন্সিয়া প্রদেশে পাঠিয়েছে। আজ আরো এক হাজার সামরিক সদস্য সেখানে যাবে। আমি নৌবাহিনীর একটি উভয়চর জাহাজ সেখানে মোতায়েনের নির্দেশ দিয়েছি। হেলিকপ্টার ও গাড়ির বহর নিয়ে এটি ভ্যালেন্সিয়া বন্দরে পৌঁছেছে, বলেছেন তিনি।
সানচেজ জানান, পূর্বাঞ্চলের দুর্যোগকবলিত এলাকাগুলোয় আরো পাঁচ হাজার পুলিশ ও বেসামরিক রক্ষী পাঠানো হবে। সেখানে ইতিমধ্যেই আড়াই হাজার সেনা ও পাঁচ হাজার পুলিশ মোতায়েন আছে বলে তিনি জানিয়েছেন।
"