আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর, ২০২৪
গবেষণা : বানর শেকসপিয়ার টাইপ করতে পারবে না মহাবিশ্ব ধ্বংস হয়ে গেলেও
‘অসীম বানর উপপাদ্য’ নামে পরিচিত পুরোনো একটি তত্ত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার দুই গণিতবিদ স্টিফেন উডকক ও জে ফ্যালেটা।
পুরোনো ওই তত্ত্ব অনুযায়ী, একটি বানর অসীম সময় ধরে টাইপরাইটারে এলোমেলোভাবে টাইপ করতে থাকলে শেষ পর্যন্ত উইলিয়াম শেকসপিয়ারের পুরো সাহিত্যকর্ম লিখে ফেলতে পারবে। এই তত্ত্বটি এক শতাব্দীরও বেশি সময় ধরে সম্ভাব্যতা এবং দৈবক্রমে কিছু ঘটার সুযোগ থাকার নিয়ম ব্যাখ্যা করতে ব্যবহার করে আসছেন গণিতবিদরা।
কিন্তু সিডনির গবেষক স্টিফেন উডকক ও জে ফ্যালেটারের নতুন গবেষণায় দেখা গেছে, শেকসপিয়ারের নাটক, কবিতা এবং সনেট হুবহু টাইপ করতে আমাদের মহাবিশ্বের আয়ুর চেয়েও বেশি সময় লেগে যাবে বানরের।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন