আন্তর্জাতিক ডেস্ক
চীনে সড়কে টেসলার গাড়ি টেনে নিয়ে গেল ষাঁড়
মেজাজ ধরে রাখা সত্যিই কঠিন শখ করে পণ্য কিনতে গিয়ে প্রতারিত হলে। এমনই এক প্রতারণার শিকার হয়ে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন চীনের এক ব্যক্তি। পুরোনো গাড়ি কেনাবেচার পরিচিত প্ল্যাটফরম গুয়াজি থেকে এক লাখ এক হাজার ইউয়ান (১৪ হাজার মার্কিন ডলার) দিয়ে একটি ব্যবহৃত টেসলা মডেল থ্রি গাড়ি কিনেছিলেন চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের উইফাংয়ের এক বাসিন্দা। তার নাম নিশ্চিত হওয়া যায়নি।
গাড়িটি চালানো শুরু করার পরপরই ওই ব্যক্তি আবিষ্কার করেন যে বৈদ্যুতিক গাড়িটি আর চার্জ করা যাবে না। গাড়িতে এ নিয়ে সতর্কবার্তা দেখানো হচ্ছে। তার সন্দেহ হয়, গাড়িটির ব্যাটারি হয়তো নষ্ট হয়ে গেছে।
এ পরিস্থিতিতে সংকট সমাধানের জন্য ওই ব্যক্তি গুয়াজি ও টেসলা উভয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। চরম হতাশ হয়ে ওই ব্যক্তি প্রতিবাদ জানাতে অভিনব এক উপায় বেছে নেন। তিনি গাড়িটি দড়ি দিয়ে একটি ষাঁড়ের সঙ্গে বেঁধে দেন। রাস্তা দিয়ে ষাঁড়টি সেটি টেনে নিয়ে যেতে থাকে। ওই ব্যক্তির আশা, এভাবেই তিনি তার আবেদনে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং ন্যায়বিচার পাবেন।
প্রতারণার শিকার ওই ব্যক্তির আশা অনেকটাই পূরণ হয়েছে। একটি ষাঁড় রাস্তা দিয়ে একটি টেসলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, এমন ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যায়, ষাঁড়টি রাস্তা দিয়ে ধীরে ধীরে একটি টেসলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। গাড়িটির গায়ে স্প্রে-পেইন্ট দিয়ে লেখা ‘গুয়াজির মাধ্যমে প্রতারিত’ এবং ‘প্রতারক’।
ষাঁড় ও গাড়িটি দ্রুত আশপাশের মানুষের মনোযোগ আকর্ষণ করে। তাঁরা ছবি-ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করা শুরু করেন। এরপর ওই ব্যক্তি গাড়িটিকে গুয়াজির ব্যবহৃত গাড়ি বিক্রির একটি শোরুমের সামনে রেখে আসেন। গুয়াজির কাস্টমার সার্ভিসের এক কর্মকর্তা আইফেং ডটকমকে বলেন, তাদের প্ল্যাটফরমে তালিকাভুক্ত করার আগে তারা সব গাড়ি পরীক্ষা করে নেন। ওই ক্রেতা গাড়িটি গুয়াজির অন্য একটি সার্ভিস থেকে নিয়েছেন।
"