আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ অক্টোবর, ২০২৪

হামাসের সঙ্গে লড়াইয়ে গাজায় ৪ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াই চলাকালে চার ইসরায়েলি সেনা নিহত ও এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯৩ জন নিহত ও আরও বহু আহত হন। এই দিনই

ওই ইসরায়েলি সেনারাও

হতাহত হন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ।

নিহত চার সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা আছেন আর তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। ইসরায়েলি সেনাবাহিনীর ‘ঘোস্ট’ ইউনিটের এই সদস্যরা সবাই গাজার জাবালিয়া এলাকায় নিহত হন। কিছুদিন ধরে জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে

হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।

আইডিএফের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার সকাল সেনাবাহিনীর এই অভিজাত ইউনিটটির সেনারা জাবালিয়ার একটি ভবনে প্রবেশ করে সেখানে অবস্থান নিতে চেয়েছিল, কিন্তু ভবনটির উপরের দিকের এক ফ্লোরে হঠাৎ করে একটি বোমার বিস্ফোরণ ঘটে আর এতে ঘটনাস্থলেই ওই চার সেনা নিহত ও আরো তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে এবং ভূখণ্ডটির সীমান্ত বরাবর তাদের সামরিক অভিযানে নিহত সেনার সংখ্যা ৩৬৭ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, বেইত লাহিয়া শহরের আবাসিক ভবনে চালানো ‘ভয়ংকর’ হামলার বিষয়ে ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্র।

মিলার জানান, ওই হামলায় ঠিক কতোজনের মৃত্যু হয়েছে তা তিনি বলতে পারছেন না কিন্তু যুক্তরাষ্ট্র আরো তথ্য চায়। তিনি বলেন, ‘এটি একটি ভয়ংকর ঘটনা যার ফলাফলও ভয়ংকর।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close