আন্তর্জাতিক ডেস্ক
তাৎক্ষণিক যা জানা গেল ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে
ইসরায়েল ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলার পাল্টা জবাবে এ হামলা চালাল ইসরায়েল। এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। গত শুক্রবার রাতে তেহরানের আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। যে কোন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। ইসরায়েলের সংবাদমাধ্যম হায়োমের বরাতে জানা যায়, হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে ছিলেন।
ইরানি মিডিয়া জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কোনো সামরিক সাইটে হামলার ঘটনা ঘটেনি। ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।
"