আন্তর্জাতিক ডেস্ক

  ২২ অক্টোবর, ২০২৪

গুরুতর আহত ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা

মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নিজের বাড়িতে এক দুর্ঘটনায় আঘাত পেয়ে আহত হন তিনি। এ ঘটনার পর রাশিয়া সফর বাতিল করেছেন তিনি। খবর বিবিসির।

প্রেসিডেন্ট লুলার আঘাত কতটা গুরুতর সে বিষয়ে তার কার্যালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে প্রেসিডেন্ট লুলার পাঁচটি সেলাই লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শনিবার নিজের বাড়িতে দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর রাশিয়া সফর বাতিল করেছেন। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য ৭৮ বছর বয়সি এই প্রেসিডেন্টের রবিবার বিকেলে দেশটিতে যাওয়ার কথা ছিল।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি শীর্ষস্থানীয় হাসপাতাল বলেছে, তারা প্রেসিডেন্টকে অস্থায়ীভাবে দীর্ঘ দূরত্বের ফ্লাইট এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close