আন্তর্জাতিক ডেস্ক

  ২১ অক্টোবর, ২০২৪

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত আরো ৭৩

গাজার উত্তরে বেত লাহিয়া শহরে গভীর রাত পর্যন্ত বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গত শনিবার (২০ অক্টোবর) গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার এ তথ্য জানিয়েছে। এ হামলায় অনেকে আহত হয়েছে। অনেকে ধ্বংসাবশেষের নিচে এখনো আটকে আছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বেত লাহিয়াতে যোগাযোগব্যবস্থা ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে বলা হয়েছে, জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থাও হামলায় ৭৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। তবে বিবিসি হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা বলছে, হামলায় আবাসিক একটি এলাকা পুরোপুরি ধ্বংস হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিবিসিকে বলেছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বেসামরিক লোকদের সম্ভাব্য ক্ষতি এড়াতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত শুক্রবার (১৯ অক্টোবর) রাতে ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ জাবালিয়ায় বোমা হামলা চালায়। সেখানে শরণার্থীশিবিরও রয়েছে। হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরু গত বছর। ওই বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তখন থেকেই হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালাচ্ছিল হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল। তবে সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১ হাজার ৪১৮ জন নিহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এর অনেক বেশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close