আন্তর্জাতিক ডেস্ক

  ২১ অক্টোবর, ২০২৪

বাসভবনে হামলা

‘চড়া মূল্য দিতে হবে’ হিজবুল্লাহকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর হামলা এবং তাকে ও তার স্ত্রীকে হত্যাচেষ্টার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং টাইমস অব ইসরায়েল।

গত শনিবার ইসরায়েলের তেল আবিব শহরের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একটি ড্রোন। তবে ওই সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে নেতানিয়াহু বলেন, ‘ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা ভয়ানক ভুল করল।’ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে। এ জয়ের পথে যুদ্ধ থেকে কোনো কিছুই তাঁকে আটকাতে

পারবে না।

এদিকে নেতানিয়াহুর বাসভবনে হামলার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস বলেছেন, নেতানিয়াহুকে ‘হত্যাচেষ্টার’ মধ্য দিয়ে ইরানের ‘সত্যিকারের চেহারা প্রকাশিত’ হয়েছে।

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ চীনা প্রেসিডেন্টেরসেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ চীনা প্রেসিডেন্টের

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে, দুটি ড্রোন ধ্বংস করা সম্ভব হলে তৃতীয় ড্রোনটি প্রধানমন্ত্রীর বাড়িতে আঘাত হানে। ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম নেতানিয়াহু সম্পৃক্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হল। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ড্রোনের আঘাতে বাড়িটির উপরের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে।

নেতানিয়াহুর বাসভবন ছাড়াও শনিবার ইসরায়েল লক্ষ্য করে বিপুল পরিমাণ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এদিন সকাল থেকেই দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অন্তত ১১৮টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে বেশির ভাগ রকেটই ছোড়া হয় উত্তর ইসরায়েল লক্ষ্য করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close