আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪
শিখ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ ‘র’ এজেন্টের বিরুদ্ধে
ভারতের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে গুরপতবন্ত সিং পান্নুন নামে এক শিখ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। বিকাশ যাদব নামে ওই কর্মকর্তার বিরুদ্ধে হত্যার জন্য ঘাতক ভাড়া ও অর্থ পাচারের অভিযোগসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিস এ তথ্য জানায়।
অ্যাটর্নি অফিসের বরাতে বিবিসি জানায়, যাদবের বিরুদ্ধে প্রথমবারের মতো অভিযোগ গঠনে ভারত সরকার সরাসরি একজন ভিন্নমতাবলম্বীকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত হলো। এই মামলায় আরেক অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে চলতি বছরের শুরুর দিকে প্রাগের একটি কারাগার থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।
এদিকে ভারত সরকার বলেছে, তারা যুক্তরাষ্ট্রে চলমান তদন্তে সহযোগিতা করছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন