আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪
ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-গ্রেপ্তার পাঞ্জাবে স্কুল ও কলেজ বন্ধ
পাকিস্তানের লাহোরে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ছাত্র- জনতা তীব্র বিক্ষোভ ফেটে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ গত শুক্রবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
গত বৃহস্পতিবার ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পুলিশ ৩৮০ জনকে গ্রেপ্তার করেছে। ডনের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
এক বিজ্ঞপ্তিতে পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ বলেছে, সব ধরনের বিক্ষোভ, মিছিল এবং জনসাধারণের কার্যক্রম দুদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাঞ্জাব জুড়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। ডনের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
উচ্চশিক্ষা বিভাগ এবং স্কুলশিক্ষা বিভাগ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন