আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর, ২০২৪

ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

কমান্ডারদের হত্যায় প্রতিরোধ দুর্বল করা যাবে না

প্রতিরোধ ফ্রন্টের নেতা ও কমান্ডারদের হত্যাকাণ্ডের মাধ্যমে গুণ্ডামি এবং দখলদারির বিরুদ্ধে মুসলিম উম্মাহর প্রতিরোধ দুর্বল হবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে অংশগ্রহণ করে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে নিশ্চিত করার পর এক বার্তায় এ বক্তব্য দেন পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্টের বার্তায় হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের প্রতি ইঙ্গিত করে লিখেছেন, শত্রুর জানা উচিত কমান্ডার, বীর ও নেতাদের শাহাদাতের মাধ্যমে গুণ্ডামি ও দখলদারিত্বের বিরুদ্ধে মুসলিম উম্মাহর প্রতিরোধ দুর্বল হবে না। যখন একজন নেতা অপসারিত হন তখন আরেকজন এগিয়ে আসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close