আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০২৪

জয়শঙ্কর পাকিস্তানে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে সরব

ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের গুরুত্বপূর্ণ ইস্যু সীমান্তে সন্ত্রাসবাদ। এ জন্য বরাবরই পাকিস্তানকে দায়ী করে থাকে ভারত। ৯ বছর পর পাকিস্তানে গিয়ে আবারও একই ইস্যু তুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত বুধবার তিনি বলেছেন, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম চললে বাণিজ্য বাড়বে না।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩তম সম্মেলন। গত মঙ্গলবার রাতে এই সম্মেলন উদ্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্মেলনে সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন এস জয়শঙ্কর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই সম্মেলনে যোগ দিয়ে বুধবার জয়শঙ্কর বলেন, ‘আমাদের প্রচেষ্টা তখনই অগ্রসর হবে, যখন সনদের প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় থাকবে। এটা অবধারিতভাবে সত্য যে উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন।’

সম্মেলনে তিন শত্রুর কথা তুলে ধরেছেন জয়শঙ্কর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close