আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্র থেকে ড্রোন কিনছে ভারত

ভারতীয় সামরিক বাহিনীর শক্তি আরো বাড়ছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ ক্ষমতাসম্পন্ন এমকিউ নাইনবি প্রিডেটর বা শিকারি ড্রোন কেনার জন্য ৩২ হাজার কোটি রুপির চুক্তি চূড়ান্ত করেছে ভারত। খবর এনডিটিভির।

শিগগিরই সর্বাধুনিক এই ড্রোন ভারতের হাতে আসবে। এর মধ্যে ভারতীয় নৌবাহিনী ‘সিগার্ডিয়ান’ ধরনের ১৫টি শিকারি ড্রোন পাবে। আর বিমানবাহিনী এবং স্থলবাহিনী ‘স্কাইগার্ডিয়ান’ ধরনের ৮টি করে শিকারি ড্রোন পাবে।

গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডেলাওয়ারে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি। কোয়াড বৈঠকের ফাঁকে এই সাক্ষাতের পরই দুদেশের মধ্যে শিকারি ড্রোন নিয়ে ঐতিহাসিক চুক্তি হয়।

আবহাওয়া যেমনই হোক, নিঃশব্দে শত্রু শিবিরে হানা দিতে পারে শিকারি ড্রোন। বিশেষ এই হানাদার ড্রোনের ২৭ ঘণ্টারও বেশি সময় ওড়ার ক্ষমতা আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close