আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ অক্টোবর, ২০২৪

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তায় সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য অস্ত্র ও সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে জেলেনস্কির এমন অভিযোগ ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উত্তর কোরিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য শুধু অস্ত্রই নয়, সৈন্যও পাঠানোর অভিযোগ করেছেন।

রবিবার রাতে এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেছেন, আমরা রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো শাসকদের মধ্যে একটি ক্রমবর্ধমান জোট দেখতে পাচ্ছি। এটি আর শুধু অস্ত্র হস্তান্তরে সীমাবদ্ধ নেই। উত্তর কোরিয়া থেকে দখলদার রুশ সামরিক বাহিনীতে তার সেনাদেরও স্থানান্তর করেছে।

শুধু জেলেনস্কিই নন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াও উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ার কাছে যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র পাঠানোর অভিযোগ করেছে।

বিষয়টির ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, ইউক্রেন ও তার মিত্রদের রাশিয়া-উত্তর কোরিয়ার এমন গভীরতর জোটের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আর সে জন্য প্রতিরোধযুদ্ধে সামরিক সহায়তা বাড়াতে হবে। ফ্রন্ট লাইনের আরো সমর্থন প্রয়োজন।

পশ্চিমা ও ইউরোপীয় মিত্রদের জেলেনস্কি বলেন, যখন আমরা ইউক্রেনীয় বাহিনীর জন্য বৃহত্তর দূরপাল্লার সক্ষমতা সম্পন্ন অস্ত্র সহায়তার কথা বলি, তখন এটি কেবল সামরিক সরঞ্জামের তালিকা নয়। এটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চাপ বাড়ানোর জন্যই।

ইউক্রেনের মিত্রদের কাছে জেলেনস্কির আবেদন, রাশিয়ার গভীরে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে এবং দেশটির যুদ্ধের ক্ষমতা হ্রাস করার জন্য দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি, যা এখনো পায়নি ইউক্রেন।

জেলেনস্কি বলেন, সত্যিকার শান্তি শুধু শক্তির মাধ্যমেই অর্জন করা যেতে পারে এবং আগামী সপ্তাহের পুরোটা আমাদের মিত্রদের সঙ্গে কাজ করার জন্য নিবেদিত থাকব- এ ধরনের শক্তির জন্য, সত্যিকারের শান্তির জন্য।

পশ্চিমা নেতাদের গত সপ্তাহে জার্মানিতে এই ইস্যুতে মিলিত হওয়ার কথা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডায় হারিকেন মিলটনের তাণ্ডবের কারণে তার সফর বিলম্বিত করেছেন। এ কারণে বৈঠকও পিছিয়ে যায়।

ইউক্রেনের যুদ্ধকে এজেন্ডা হিসেবে শীর্ষে রেখে এই সপ্তাহে ওই বৈঠকটি হচ্ছে এবং এ উপলক্ষে জার্মানি যাচ্ছেন জেলেনস্কি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close